বিষ মদ খেয়ে গলসি থানার রামগোপালপুর গ্রামে ৬ জনের মৃত্যু। অসুস্থ হয়ে ২৬ জন চিকিৎসাধীন পুরসা গ্রামীন হাসপাতালে। ঘটনার খবর পেয়ে জেলাশাসক সৌমিত্র মোহন, পুলিশ সুপার কুণাল আগরওয়াল ও বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু ঘটনাস্থলে যান।
স্থানীয় বাসিন্দারা জানান ১ জানুয়ারি রামগোপালপুর গ্রামে একটি অবৈধ চোলাইয়ের দোকান থেকে চোলাই খেয়ে গতকাল থেকে বহু মানুষ অসুস্থ হতে শুরু করেন। ২৬ জন অসুস্থ পুরসা গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ৬ জনের মৃত্যু ঘটে। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। এই অবৈধ চোলাই দোকানটি দীর্ঘদিন ধরে চলছিল।
মঙ্গলবার বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু ঘটনার খবর পেয়ে পুরসা হাসপাতালে যান এবং অসুস্থদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি সোজা যান রামগোপালপুর গ্রামে। গ্রামবাসী সহ মৃতদের পরিবার পরিজনের সঙ্গেও কথা বলেন। তিনি বলেন এটা একটা দুঃখজনক ঘটনা। আমরা মর্মাহত। পুলিশ প্রশাসন প্রায়ই এই সমস্ত চোলাই দোকানগুলিতে রেড করে। কিন্তু হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়ায় আমরা ভীষণভাবে মর্মাহত হয়েছি। শুধু প্রশাসন নয়, সকল মানুষের সহযোগিতার প্রয়োজন এই সমস্ত অসামাজিক কার্যকলাপ রুখতে।
পুরসা হাসপাতাল সূত্রে জানা যায় অসুস্থ সকলকে পুরসা হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।