চোলাইয়ের রমরমা রুখতে এবার নজীরবিহীন পদক্ষেপ গ্রহণ করল পূর্ব বর্ধমান জেলা আবগারী দফতর এবং জেলা পুলিশ। গোটা জেলায় প্রথম সোমবার থেকে শুরু হল ড্রোনের মাধ্যমে চোলাই কারবার চালানো জায়গাগুলিকে চিহ্নিত করার কাজ। সোমবার বর্ধমানের বিজয়রামের কুঁড়েপাড়া, পচাপাড়া, কাঁচরাপাড়া, আদিবাসীপাড়া এলাকায় জেলা পুলিশ এবং আবগারী দফতরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।

আবগারি দফটরের ডেপুটি এক্সিকিউটিভ কালেক্টর নিমাই সামন্ত, জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক-২ রাকেশ কুমার চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীদের নেতৃত্বে এদিন এই এলাকার ৩টি কচুরিপানা ভর্তি ডোবা সহ, রেল লাইনের ধার, পরিত্যক্ত এলাকার মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ৭০ লিটার চোলাই, ৬৫৪০ লিটার কাঁচামাল এবং ৫টা হাঁড়ি।

পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ৩০০ জায়গায় হানা দিয়ে বাজেয়াপ্ত হয় ৬৫০০ লিটার চোলাই সহ ৮৫০০০ লিটার কাঁচামাল। উদ্ধার হয় বেশ কিছু গুড়ের টিন। ভেঙে দেওয়া হয় একাধিক চোলাই তৈরীর ভাটি। গ্রেফতার করা হয় ১৬ জনকে। সোমবার জেলা পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গেছে, সোমবার থেকেই শুরু হল ড্রোনের মাধ্যমে নজরদারী। এই ড্রোনের মাধ্যমে কোথায় কোথায় চোলাই তৈরী হচ্ছে সে ব্যাপারে একটি নকশা তৈরী করা হচ্ছে, যাতে এক লপ্তে গোটা চিত্র সামনে আনা যায়।

Like Us On Facebook