মৌমাছির চাকে মধুবাজের হঠাৎ হানার মাশুল গুনলো গোটা এলাকার মানুষ। শনিবারে এমনই আজব ঘটনা ঘটল দুর্গাপুরে। মৌমাছির হুল বিদ্ধ হয়ে জখম কমপক্ষে ৮ জন। স্থানীয় মানুষের তৎপরতায় মৌমাছির হুলে বিদ্ধদের উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতাল ও দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২ টা নাগাদ দুর্গাপুরের সিএমইআরআই কলোনি এলাকায় হঠাৎ করে মৌমাছির চাকে বাজপাখি হানা দেয়। আর তাতেই ঘটে বিপত্তি। বাজপাখি হানা দেওয়ায় ঝাঁকে ঝাঁকে মৌমাছি দল গোটা এলাকার মানুষকে ধাওয়া করে। ঘটনাস্থল দিয়ে সেইসময় পথ চলতি প্রায় ৮ জন মোমাছির হুলবিদ্ধ হলে তাঁরা যন্ত্রনায় ছটফট করতে করতে লুটিয়ে পড়েন রাস্তায়। আশপাশের মানুষজন তড়িঘড়ি ধোঁয়া দেওয়া শুরু করেন ঘটনাস্থলে। তারপর মৌমাছির হুলে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। যার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গত বছরে নিউ টাউনশিপ থানার অন্তর্গত দুর্গাপুর গভর্ণমেন্ট কলেজ সংলগ্ন রোডে বেশ কয়েকবার মৌমাছির হুলে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। প্রাণও গেছে বিওজিএল বস্তির এক ব্যক্তির। এমত অবস্থায় এখন আবার দুর্গাপুরে ফিরেছে মৌমাছি আতঙ্ক।

Like Us On Facebook