বিশ্বকর্মা পুজোর সময় পানাগড় বাজারে লরির ধাক্কায় মৃত্যু হয় এক ভবঘুরে বৃদ্ধার। মৃত বৃদ্ধার পরিবারের কেউ না থাকায় মৃত বৃদ্ধার সৎকার থেকে শ্রাদ্ধানুষ্ঠানের সমস্ত আয়োজন করলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সদস্য সন্দীপ মহল নিজেই উদ্যোগ নিয়ে এলাকার তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে দুর্ঘটনায় মৃত বৃদ্ধার সৎকার থেকে শুরু করে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন।

তিনি জানিয়েছেন ওই বৃদ্ধার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায় নি। তাই তাঁরা উদ্যোগ নিয়ে শ্রাদ্ধানুষ্ঠান থেকে সৎকার সবই ব্যবস্থা করেছেন। রবিবার পানাগড় বাজারের তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীরা শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন পাশাপাশি তাঁরা এদিন শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষ্যে এলাকার প্রায় ২০০ জন মানুষের হাতে পোশাক তুলে দেন। তৃণমূল কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

Like Us On Facebook