করোনা আক্রান্ত ৩ শিশুর চিকিৎসা চলছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। শিশুগুলির শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানালেন জেলা সহকারি স্বাস্থ্য আধিকারিক কেকা মুখোপাধ্যায়। এছাড়া আজ খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে, বিভিন্ন অসুখে ৫০ টি শিশু ভর্তি রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ভর্তি সব শিশুদের করোনা পরীক্ষা করানো হচ্ছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ভিড়ের মধ্যে পুজোর বাজার করতে বের হওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। তিনি সকলকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। মাস্ক না পরার জন্যও করোনা ভাইরাস ছড়াচ্ছে বলে তিনি জানান।

অপরদিকে, হাসপাতালে ভর্তি শিশুদের পরিবারের সদস্যদের অভিযোগ, দুর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগে একই বেডে দুই থেকে তিন জন করে শিশুদের রাখা হচ্ছে, যার জেরে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ। এই প্রসঙ্গে জেলা উপস্বাস্থ্য আধিকারিক কেকা মুখার্জী বলেন, ‘কোনভাবেই হাসপাতাল থেকে সংক্রমণ ছড়াচ্ছে না। এটা ভুল অভিযোগ। বাচ্চাদের নিয়ে পুজোর বাজার করা থেকে বিরত থাকতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে। মা-বাবা আক্রান্ত হলে শিশুদেরও আক্রান্ত হওয়ার সম্ভবনা। আমরা দুর্গাপুর পুরসভার সঙ্গে আলোচনা করে খুব শিঘ্রই এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করাবো।’

Like Us On Facebook