রবিবার গোধূলি বেলায় বিভিন্ন জলাশয়ে হবে সূর্যদেবের আরাধনা, ছট পুজো। শনিবার দুর্গাপুরের বেনাচিতি বাজারে দেখা গেল হিন্দি ভাষী মানুষরা ছট পুজোর সামগ্রী কিনতে ব্যস্ত। দুর্গা পুজো ,কালী পুজো লক্ষী পুজোর মতোই হিন্দি ভাষীদের ছট পুজোতেও পুজোর সামগ্রী অগ্নিমূল্য। নারকেল, কলার কান্দি, ঝুড়ি থেকে কুলো সব কিছু চড়া দামে বিক্রি হচ্ছে। পুজোর প্রয়োজনে বাধ্য হয়েই ছট পুজোর ব্রতীদের চড়া দামেই পুজোর সামগ্রী কিনতে হচ্ছে। পনেরো দিন ধরে সংযম পালন করে রবিবার গোধূলি বেলায় জলাশয়ে সূর্য দেবের আরাধনা করবেন ব্রতীরা। তাই শনিবার পুজোর সামগ্রী কেনাকাটা করতে ব্রতীরা বাজারে আসেন। দুর্গাপুরের বেনাচিতি বাজারে গিয়ে দেখা গেল ছট পুজোর জন্য প্রয়োজনীয় প্রতিটি সামগ্রীর চড়া দাম। ব্রতীরা বাধ্য হয়েই চড়া দামে কিনছেন পুজোর সামগ্রী।
Like Us On Facebook