প্রায়ই বন্ধুদের পড়াশোনার অত্যধিক চাপের কথা বলতো সে। রাতে বন্ধুদের শেষ হোয়াটস অ্যাপ চ্যাটেও সে তার পড়াশোনার চাপ সহ্য করতে না পারার কথা নাকি বলে ছিল। কিন্তু সকাল হতেই সব শেষ। পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে বাড়িতে আত্মঘাতী হল দুর্গাপুরের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। মৃত ছাত্রের নাম অরিত্র মন্ডল (১৭)।
দুর্গাপুর হেমশীলা মডেল স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল অরিত্র। কোকওভেন থানার ঋষি অরবিন্দ পল্লী এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন ধরে পড়াশোনার চাপ সহ্য করতে পারছিল না এমনটাই বন্ধুদের ও বাড়ির লোকজনদের জানাচ্ছিল বলে জানা গেছে। সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা, তার আগে স্কুলের পরীক্ষায় নম্বর কম পাওয়ায় তাকে মানসিক অবসাদ গ্রাস করে বলে অরিত্রের পরিজনের জানান। রবিবার রাতে অরিত্র তার ঘরে একাই ছিল। সোমবার সকালে তাকে অনেক ডাকাডাকি করার পরেও সাড়া না পাওয়ায় দরজা ভাঙতেই ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় অরিত্রকে। তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।