.
লকডাউনের কারণে উদ্বিগ্ন শ্রমিকরা ভিন রাজ্য থেকে নিজেদের বাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ফিরছেন। জাতীয় সড়ক ধরে শ্রমিকদের পায়ে হেঁটে বা বিভিন্ন গাড়িতে গন্তব্যে যাওয়ার দৃশ্য এখন নিত্যদিন দেখা যাচ্ছে। সোমবারও সেই দৃশ্য দেখা গেল ২ নং জাতীয় সড়কের পানাগড় বাইপাসে। কাঁকসা থানার পুলিশ কর্মীরা পানাগড় বাইপাসে ঘরমুখী শ্রমিকদের পথ আটকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করায়। এবং জাতীয় সড়কের কর্মীরা ক্ষুধার্ত শ্রমিকদের হাতে সেনিটাইজার দিয়ে হাত ধুয়িয়ে খাবার ও পানীয় জল দেন। পুলিশ পথ আটকে দেওয়ায় উদ্বিগ্ন শ্রমিকরা প্রথমে বেশ হকচকিয়ে গেলেও পরে পুলিশ ও জাতীয় সড়কের কর্মীদের আন্তরিকতা দেখে মুগ্ধ হন ভিন রাজ্যে থেকে আগত শ্রমিকরা।
Like Us On Facebook