দুর্গাপুর পুরসভার ১৪ নং ওয়ার্ডের অন্তর্গত রুইদাসপাড়া আনন্দ স্পোর্টিং ক্লাবে রবিবার দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ রাখি তেওয়ারির নেতৃত্বে এক স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি নেওয়া হয়। স্থানীয় প্রায় ২০০ মানুষ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান।

১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস ওয়ার্ড কমিটির সম্পাদক রাজু সিং বলেন, আমরা বরাবরই আমাদের ওয়ার্ডের মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতন। সারাবছরই বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবিরের আয়োজন করি। এলাকার বাসিন্দারাও আমাদের আবেদনে সাড়া দিয়ে প্রতি বারই শিবিরে যোগ দান করেন। রবিবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এলাকার প্রায় ২০০ মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান।


Like Us On Facebook