কয়েক মাস আগে অন্ডালের হরিশপুর গ্রাম ধসের কবলে পড়ে। ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয় গ্রাম। এরপর গ্রামবাসীরা আতঙ্কে গ্রাম ছেড়ে পালাতে থাকেন। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে গ্রামবাসীরা বার বার ইসিএলের দফতরে বিক্ষোভ কর্মসূচি করে আসছেন। গ্রামবাসীদের অভিযোগ, বারবার শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাচ্ছেন না তাঁরা। এককথায় আতঙ্কে দিন কাটছে তাঁদের। এই অবস্থায় গ্রামের বহু গরিব মানুষ গাছের তলায় দিন কাটাচ্ছেন। ইসিএল বারবার প্রতিশ্রুতি দিলেও কোন সুরাহা হয়নি বলে গ্রামবাসীরা জানান।
পুনর্বাসনের দাবিতে আজ ফরিদপুর গ্রামরক্ষা কমিটির উদ্যোগে গ্রামবাসীরা কাজোড়া এরিয়ার সেন্ট্রাল ডেসপ্যাচের কাজ বন্ধ করে ধর্নায় সামিল হন। ফরিদপুর গ্রামরক্ষা কমিটির সদস্য নয়ন গোপ জানান, যেভাবে মাধবপুর খোলামুখ খনি থেকে বেপরোয়াভাবে কয়লা কেটে নিয়েছে তার ফলেই এলাকায় ধস হচ্ছে এবং গোটা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ধস নিয়ে রাজনীতিও কম হয়নি। বারেবারে এলাকায় এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, কিন্তু গ্রামবাসীরা আজও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাই আজ আবার ইসিএলের নজর কাড়তে ধর্না কর্মসূচি নিয়েছেন হরিশপুর গ্রামরক্ষা কমিটির সদস্যরা ও গ্রামবাসীরা।