কাঁকসার গোপালপুর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার সকালে কাঁকসার গোপালপুরের জামাই পাড়ায় নিমগাছে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার মানুষ। কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

জানা গেছে, মৃতের নাম বিনয় মন্ডল(৩৫)। বাড়ি কাঁকসার ২ নম্বর কলোনি এলাকায়। বিয়ের পর থেকেই গোপালপুরে শ্বশুরবাড়িতে থাকতেন বিনয়। মৃতের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ লেগেই থাকতো বলে জানা গেছে। যার জেরেই বিনয় মানসিক অবসাদে অত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন স্থানীয় মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। এর পরেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন বিনয়। সকাল হতেই স্থানীয় একটি নিমগাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে।

Like Us On Facebook