শুক্রবার সকালে কাঁকসার বিরুডিহার কাছে একটি ট্রাকের সাথে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম সন্তোষ গুরুং(৩৬)।
জানা গেছে, ট্রাকের পিছনে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা কাঁকসা থানার পুলিশকে খবর দেন। কাঁকসা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের বাড়ি নেপালে। সকালে বিরুডিহা এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এর পরেই সকাল ৭ টা নাগাদ ট্রাকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Like Us On Facebook