প্রেমিকার বাড়ির গোয়ালঘর থেকে প্রেমিকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনা ভাতাড় থানার ভূমশোর গ্রামের। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সঞ্জয় রোম (২২)। বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর এলাকায় হলেও সে ভাতাড় গ্রামে মামার বাড়িতে থাকত। সঞ্জয় পেশায় গাড়ির চালক ছিল। রবিবার সকালে প্রেমিকার বাড়ির পাশ থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের ভাতাড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই যুবক। এদিকে ঘটনার পর থেকে বেপাত্তা মৃতের প্রেমিকা ও তার পরিবারের লোকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় আট মাস ধরে ভাতাড়ের ভূমশোর গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সঞ্জয়ের। ভাতাড় বাজারে প্রায় রোজই দু’জনের দেখা হত। তবে ইদানিং ওই প্রেমিকার সঙ্গে অশান্তি চলছিল সঞ্জয়ের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেলে যখন দুই বান্ধবীর সঙ্গে টোটো চেপে ওই ছাত্রী বাড়ি ফিরছিল সেই সময় রাস্তায় টোটো থামায় সঞ্জয়। এরপর ওই ছাত্রীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে সঞ্জয়। পরে সেখান থেকে চলে যায় সঞ্জয়। ওই ছাত্রীর দাদা ভাতাড় থানায় অভিযোগ দায়ের করে সঞ্জয়ের বিরুদ্ধে।
সঞ্জয়ের মামা বলেন, রাতে ভাতাড় থানার পুলিশ আধিকারিকরা বাড়িতে এসেছিলেন সঞ্জয়ের খোঁজে। সঞ্জয়কে থানায় দেখা করতে বলে গিয়েছিলেন তাঁরা। যদিও রাতে আর বাড়ি ফেরেনি সঞ্জয়। রবিবার ভোরে প্রেমিকার বাড়ির কাছে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় মানুষজন। খবর যায় ভাতাড় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক আত্মহত্যা করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।