কাঁকসার অর্জুন তলায় একটি গাছ থেকে এক দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। জানা গেছে মৃত কিশোরীর নাম করুণা বাগদি (১৭)। নিমটিকুড়ির বাসিন্দা। পরিবারের পক্ষ থেকে জানা গেছে আজ সকাল ১১ টা নাগাদ একটি সাইকেল নিয়ে বের হয় করুণা। এরপর বেশ কিছুক্ষণ পর পড়শীরা জানায় বাড়ি থেকে ৩ কিমি দূরে অর্জুন তলায় একটি গাছের করুণা ঝুলছে। পরিবারের অনুমান মাধ‍্যমিক পরীক্ষায় অসফল হবার পর বাড়ি থেকে করুণার বিয়ের যোগাযোগ করা হচ্ছিল সেই বিষয়টি নিয়ে মানসিক অবসাদে ভুগছিল করুনা। অবসাদেই করুণা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখতে তদন্তে নেমেছে। এদিকে করুণার রহস্যময় মৃত্যু নিয়ে এলাকার বাসিন্দারাও সন্দিহান। শান্ত স্বভাবের একটি ১৭ বছরের মেয়ে প্রকাশ‍্য দিবালোকে সকলের নজর এড়িয়ে কিভাবে বৃহৎ একটি গাছে গলায় ফাঁস দিল সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না নিমটিকুড়ির বাসিন্দারা।

Like Us On Facebook