.
২০১৮ সালের ৯ ডিসেম্বর কাঁকসার রূপগঞ্জের বিজেপির বুথ কমিটির সভাপতি সন্দীপ ঘোষ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন বলে অভিযোগ। বুধবার সন্দীপ ঘোষের স্মৃতিতে তাঁর আবক্ষ মূর্তির উন্মোচন করা হল রূপগঞ্জে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জী, আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই সহ বিজেপি কর্মী সমর্থকরা। রাজু ব্যানার্জী হুঙ্কার দেন, বিজেপি ক্ষমতায় এলে সন্দীপ ঘোষের খুনিরা কঠোর শাস্তি পাবে। সন্দীপ ঘোষের বাবা বিজয় ঘোষ সিবিআই তদন্তের দাবি জানান। এদিন এলাকার বহু বিজেপি কর্মী উপস্থিত ছিলেন।
Like Us On Facebook