বালি খাদানের রাস্তায় খারাপ হয়ে যাওয়া লরি সরানোকে কেন্দ্র করে বালি খাদানের দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষ। চরম উত্তেজনা। আহত দুপক্ষের ১২।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দক্ষিণ সারাংপুর এলাকায়। বিদ্যুতের খুঁটি ভেঙে দেওয়ার জন্য বালি বোঝাই লরিটি আটক করলে বালি খাদানের সাথে যুক্ত একপক্ষ আর এক পক্ষকে লাঠি রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। অন্যপক্ষের দাবি খারাপ হয়ে যাওয়া লরি সরাতে বলাতে তাদের কে লাঠি, রড নিয়ে আক্রমণ করা হয়। দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন জখম হয়। তাদের ভর্তি করা হয় জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে। পরে অবস্থার অবনতি হওয়ায় চারজনকে নিয়ে আাসা হয় বর্ধমান হাসপাতালে। গ্রামবাসীদের অভিযোগ সরকারি নির্দেশ অমান্য করে দামোদরের দক্ষিণ সারাংপুর এলাকায় অবৈধ বালি ব্যবসা করা হচ্ছে। সংঘর্ষের পর জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয় নি।
Like Us On Facebook