ট্যাক্স ফাঁকি দিতে নগদ ৭০ লাখ টাকা ট্রলি ব্যাগে ভরে ট্রেনে সুদূর বরাণসী থেকে কলকাতার বড়বাজারে নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করলেন স্বর্ণ ব্যবসায়ী সুরেশ প্রসাদ বর্মণ। ধৃত সুরেশ প্রসাদ বর্মণকে দুর্গাপুর জিআরপি সহ পুলিশ আধিকারিকরা দীর্ঘ সময় জেরা করার পর এদিন সন্ধ্যায় অন্ডাল জিআরপি থানায় নিয়ে যাওয়ার সময় উপস্থিত সংবাদ মাধ্যমের কাছে এই দাবি করেন ধৃত সুরেশ প্রসাদ।

বৃহস্পতিবার সকালে দুর্গাপুর রেল স্টেশনের ৪ নং প্ল্যাটফর্মে ট্রলি ব্যগ নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করার সময় দুর্গাপুর স্টেশনের জিআরপি থানার পুলিশ সুরেশ প্রসাদকে আটক করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় ধরে ধৃত সুরেশ প্রসাদকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্মকর্তারা ও জিআরপি ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর এদিন তদন্তের স্বার্থে অন্ডাল জিআরপি থানায় নিয়ে যায়। এদিন বিপুল পরিমাণ টাকা সিজ করে পুলিশ দুর্গাপুর মহকুমা প্রশাসনের নোডাল ফ্লাইং অফিসারের উপস্থিতিতে গুণে দেখে ফের ট্রলি ব্যাগে ভরে সিল করে দেয়। ধৃতের সঙ্গে টাকা ভর্তি ট্রলি ব্যাগটিও গাড়িতে নিয়ে যাওয়া হয়। এদিকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারকে ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর রেল স্টেশন কৌতুহলী যাত্রীদের ভিড় জমে যাওয়ায় ধৃতকে দুর্গাপুর স্টেশন থেকে বের করে নিয়ে যেতে পুলিশকে হিমশিম খেতে হয়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?



Like Us On Facebook