সেলেব দম্পতি তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত মুখোপাধ্যায় এবং ফিড (FEED) নামে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবার আসানসোলে খুলল ‘ভগবানের দোকান’। এই দোকান থেকে গরীব মানুষরা বিনামূল্যে বস্ত্র সহ বাড়ির কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস নিজেরা পছন্দ করে নিয়ে যেতে পারবেন। সুন্দরবনের বালি দ্বীপের পর আসাসোলে খুলল ‘ভগবানের দোকান’।
জানা গেছে, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক তথা ফিড সংস্থার কর্মকর্তা চন্দ্রশেখর কুণ্ডুর উৎসাহে এই পরিকল্পনায় সামিল হন তথাগত-দেবলীনা। মাস দুয়েক আগে প্রথমে তাঁরা সুন্দরবনের বালি দ্বীপে সেখানকার দুঃস্থ মানুষজনের জন্য ‘ভগবানের দোকান’ খোলেন। তার কয়েক মাস আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে এই প্রকল্পের জন্য সংগ্রহ করা হতে থাকে নানান জিনিসপত্র। সংগ্রহ করা হয় জামাকাপড়, জুতো, বাসনপত্র সহ নিত্যপ্রয়োজনীয় নানান জিনিস। মেলে ব্যাপক সাড়া। শয়ে শয়ে দুঃস্থ মানুষ এই দোকান থেকে বিনামূল্যে জিনিসপত্র পেয়ে উপকৃত হয়েছেন। বালি দ্বীপের দোকান থেকে অভূতপূর্ব সাড়া মেলায় ফিড এবং তথাগত-দেবলীনা তাঁদের দ্বিতীয় দোকানটি খোলার উদ্যোগ নেন।
শনিবার আসানসোলের আদিবাসী অধ্যুষিত ভুঁইঞা পাড়ায় ফিড এবং তথাগত-দেবলীনার উদ্যোগে চালু করা হল ‘ভগবানের দোকান’। এদিন ছোট্ট এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হল দুঃস্থদের জন্য এই বিশেষ দোকান। তথাগত-দেবলীনা এবং ফিড সংস্থার কর্মকর্তারা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল উত্তর থানার আধিকারিক ও বিশিষ্টজনেরা। মন্ত্রী মলয় ঘটক সহ শিল্পাঞ্চলের মানুষজন এই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়েছেন।
দুঃস্থ, সর্বহারারা ভগবানের ভরসাতেই বেঁচে থাকেন। এই চিন্তাভাবনা থেকেই দোকানের এইরকম নাম দেওয়া হয়েছে বলে জানা গেছে। আরও জানা গেছে, ভবিষ্যতে পুরুলিয়া, বহরমপুর, উত্তরবঙ্গের চা বাগান সহ বিভিন্ন জায়গায় খোলা হবে ‘ভগবানের দোকান’।