আলুর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সময়ে অভিনব অফারের কথা ঘোষণা করল বর্ধমানের পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি। পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে করোনা পরীক্ষা করলেই মিলবে বিনামূল্যে দু কেজি আলু। এলাকার বাসিন্দাদের মধ্যে করোনা পরীক্ষা করার জন্য উৎসাহ দিতে ও দ্রব্যমূল্যবৃদ্ধির সময়ে তাঁদের কিছুটা সুরাহা দিতেই এই উদ্যোগ নিয়েছেন পল্লীমঙ্গল সমিতির সদস্যরা। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

পুজোর আগে এলাকায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষে বেশি করে করোনা পরীক্ষা হওয়া প্রয়োজন। কারণ, এই জেলায় করোনা আক্রান্তদের বেশিরভাগেরই কোনও উপসর্গ নাই। এই উপসর্গহীন করোনা আক্রান্তরা নিজেদের অজান্তেই সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে। একমাত্র পরীক্ষার মাধ্যমেই তাঁদের চিহ্নিত করা সম্ভব। তাঁদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করা গেলেই সংক্রমণ ঠেকানো সম্ভব হবে তাই এই উদ্যোগ বলে দাবি উদ্যোক্তাদের।

অন্যদিকে, বাসিন্দাদের মধ্যে করোনার পরীক্ষা করানোর ব্যাপারে একটা ভীতি কাজ করছে। করোনা ধরা পড়লে সমাজ থেকে, পরিবার থেকে আলাদা থাকতে হবে এমন আশঙ্কায় অনেকেই পরীক্ষা করাতে চাইছেন না। তাই তাঁদের মধ্যে উৎসাহ যোগাতেই এই উদ্যোগ।

এরই পাশাপাশি বাসিন্দাদের সঙ্গে নিয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করিয়ে নিয়ে আসছেন পল্লীমঙ্গল সমিতির সদস্যরা। তাঁদের উৎসাহিত করতে পরীক্ষা করালেই উপহার স্বরূপ হাতে দু’কেজি করে আলু দেওয়া হচ্ছে। পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার বলেন, এলাকায় গরিব মানুষের বসবাস। একেই করোনার কারণে অনেকের উপার্জন কমেছে। অন্যদিকে জিনিসপত্র, সবজির দাম বেড়েই চলেছে। আলু ৩০ টাকা কেজি। তা কিনে খাওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে অনেকের পক্ষেই। তাই করোনা পরীক্ষা করালে প্রথম পঁচিশ জনকে বিনামূল্যে দু’কেজি করে আলু এবং পরবর্তী পঁচিশ জনকে দশ টাকা কেজি দরে দু’কেজি করে আলু দেওয়া হচ্ছে। আগামী সাত দিন এই কর্মসূচি চলবে বলে পল্লীমঙ্গল সমিতির সদস্যরা জানিয়েছেন।

Like Us On Facebook