গ্যাসের ট্যাঙ্কার উল্টে বিপত্তি ২ নম্বর জাতীয় সড়কে। বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসের ট্যাঙ্কারটি উল্টে যায় বর্ধমানের মেমারির সরডাঙ্গায়। দুর্ঘটনার পরই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
জাতীয় সড়কে গ্যাসের ট্যাঙ্কার উল্টে যাওয়ায় ঘটনাস্থলে ছুটে আসেন এইচপি গ্যাসের বটলিং প্ল্যান্টের সেফটি অফিসার সহ দমকল ও পুলিশ। জানা গেছে, গ্যাসের ট্যাঙ্কারটি হলদিয়া থেকে পানাগড় যাচ্ছিল। দুর্ঘটনার পরই জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ একটি লেন দিয়ে যান চলাচলের ব্যবস্থা করায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশের আধিকারিকরাও। পরে তিনটি ক্রেন এনে গ্যাস ট্যাঙ্কারটিকে সরানো হয়।
Like Us On Facebook