গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে ভস্মীভূত হল বাড়ি। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে কাঁকসার গোপালপুরে। জানা গেছে, গোপালপুর উত্তর পাড়ায় বাড়িতে রান্না করছিলেন সোমা বিশ্বাস নামে এক মহিলা। রান্না চলাকালীন হঠাৎ করে গ্যাসের পাইপে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। টালির ছাদ সহ ঘরের অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আহত হন ওই বাড়িতে থাকা দুই মহিলা। আহত দুই মহিলার নাম সোমা বিশ্বাস ও শান্তনা বিশ্বাস।
দুই মহিলার চিৎকার শুনে পড়শিরা ছুটে যান এবং স্থানীয় মানুষ নিজেরাই বাড়ির পাম্প চালিয়ে জল দিয়ে আগুন নেভান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন স্থানীয় মানুষজন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোপালপুর উত্তর পাড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
Like Us On Facebook