মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ জুয়ার ঠেকে হানা দিয়ে ৯ জন জুয়াড়িকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে ৭টি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। এছাড়াও জুয়াড়িদের থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার হয়। জুয়াড়িদের কাছ থেকে ৩০,০৪৫ টাকা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রের খবর। ঘটনাটি লাউদোহার তিলাবনী গ্রামের পাশের একটা জঙ্গলের। জুয়াড়িরা সেখানেই জুয়ার বোর্ড চালাচ্ছে বলে খবর পায় পুলিশ।
ধৃত জুয়াড়িরা জানান, লাউদোহার ঝাঁজরা এলাকার কৃষ্ণ পাল নামে এক ব্যক্তি ওই জুয়ার ঠেক চালান। কৃষ্ণ পাল জানান, তিনি ওই জুয়ার বিষয়ে কিছু জানেন না। তিনি ওই জুয়ার সাথে কোনো ভাবেই যুক্ত নন। তাঁকে বদনাম করার জন্য কেউ তাঁর নামে রাটাচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, জুয়াড়িদের জুয়া খেলার অপরাধের সাথে সাথে কোভিড ১৯ এর বিধিভঙ্গেরও কেস দেওয়া হয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, জুয়াড়িদের অধিকাংশই ওই এলাকার নয়। আজ তাঁদের দুর্গাপুর আদালতে তোলা হয়।