শনিবার বর্ধমানের উল্লাস বাসস্ট্যাণ্ড লাগোয়া ফিউচার সাপ্লাই চেন সলিউশন লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে আসেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্যের শিল্পমন্ত্রী ডঃ অমিত মিত্র সহ রাজ্যের অপরমন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, সাংসদ মমতাজ সংঘমিতা সহ তৃণমূল বিধায়করাও। অমিতবাবু জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ডাকে বেঙ্গল সামিটে এসে কিশোরবাবু তাঁর এই প্রকল্পের কথা জানিয়েছিলেন। তারপর একবছরের মধ্যেই তিনি এই প্রকল্পের উদ্বোধন করায় কেবলমাত্র পশ্চিমবঙ্গই নয়, পার্শ্ববর্তী বিহার, উড়িষ্যা এবং উত্তরবঙ্গেও পণ্য পরিবহণের সুবিধা ঘটল। সম্পূর্ণ অত্যাধুনিক কম্পিউটারাইজড এই ফিউচার সাপ্লাই চেনের মাধ্যমে দ্রুততার সঙ্গে মাল পৌঁছানো যেমন যাবে তেমনি এর ফলে অর্থ ও সময় দুইই সাশ্রয় হবে। অমিতবাবু জানিয়েছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মালের গুণগত মান বজায় রাখা ও সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে এখানে। তিনি জানিয়েছেন, এই সংস্থার গোটা ভারতবর্ষে ১২০টি শাখা রয়েছে। বিভিন্ন রাজ্যে রয়েছে ওয়্যার হাউস। যার মধ্যে বর্ধমানের এই হাবটি ভারতবর্ষে দ্বিতীয় বৃহত্তম লজিস্টিক হাব। এখানেই রয়েছে ২ লক্ষ স্কয়ার ফিটের ৩ তলা ভবন। অমিতবাবু জানিয়েছেন, এই হাব থেকে গড়ে প্রতিদিন ৪ হাজার কোটি টাকার সামগ্রী লেনদেন হবে। এই হাবে ৪০০ জনের কর্মসংস্থানও হয়েছে।
Like Us On Facebook