‘ফ্রী ফায়ার’ মোবাইল গেম খেলায় হেরে গিয়ে নবম শ্রেণীর এক ছাত্রকে নৃশংসভাবে খুন করল তারই বন্ধুরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বর্ধমানের মেমারি থানার খাঁড়গ্রাম-করন্দা গ্রামে। মৃত ছাত্রের নাম শুভ মন্ডল (১৫)। সে স্থানীয় ভৈটা হাইস্কুলের ছাত্র ছিল। এই ঘটনায় পুলিশ মৃত ছাত্রের ২ বন্ধুকে গ্রেফতার করেছে। দু’জনই নাবালক। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকায় চার বন্ধুর মধ্যে অনলাইনে চলত মোবাইলে গেম খেলা। মোবাইল গেমে হার-জিত থেকেই শুরু রেষারেষির। তার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলায় গামছার প্যাঁচ দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে মৃত ছাত্রের বন্ধুদের বিরুদ্ধে। জানা গেছে, গত ১৭ মে থেকেই নিখোঁজ ছিল শুভ। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, গেম খেলার নামে শুভর সহপাঠীরা তাকে ডেকে নিয়ে যায়। এরপর গলায় গামছার ফাঁসে তাকে খুন করার পর বাঁকা নদীতে ফেলে দেওয়া হয়। পুলিশি জেরায় শুভর বন্ধুরা অপরাধ কবুল করে এবং তাদের দেখানো জায়গা থেকে দেহ উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মোবাইল গেমের কারণেই খুন না এর পিছনে অন্য কোন কারণ রয়েছে সে বিষয়টাও খতিয়ে দেখছে পুলিশ।