সমালোচনা এবং নানান অভিযোগে বিদ্ধ যখন রাজ্যের অ্যাম্বুলেন্স পরিষেবা, সেই সময় রীতিমত নজীরবিহীনভাবে মানবিক কাজে এগিয়ে এল বর্ধমান মেডিকেল কলেজ তৃণমূল কংগ্রেস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বর্ধমান পুর এলাকার ৩৫টি ওয়ার্ডে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা দেবেন তাঁরা করোনা আক্রান্ত রোগীদের। সংগঠনের সভাপতি মলয় কুমার সামন্ত জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীর খবর পেলে তাঁকে বাড়ি থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে পরিষেবা দেবে তাঁদের সংগঠনের সঙ্গে থাকা ১৬ টি অ্যাম্বুলেন্স। সঙ্গে থাকবে অক্সিজেন পরিষেবাও। শুধু তাই নয় তিনি জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ মতো সংশ্লিষ্ট আক্রান্তের জন্য ৭ থেকে ১০ দিন পর্যন্ত বাড়িতে বিনামূল্যে তাঁরা অক্সিজেন পরিষেবাও দেবেন। সেক্ষেত্রে আক্রান্তদের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সহ সংগঠনের কাছে আবেদন করতে হবে।

মলয়বাবু জানিয়েছেন, বর্ধমান পুর এলাকার ৩৫টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতাদেরকে তাঁদের এই পরিষেবা দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। খবর পাওয়া মাত্র তাঁরা হাজির হওয়ার সর্বতো চেষ্টা করবেন। ইতিমধ্যেই শহর জুড়ে করা হয়েছে মাইকিং। বিলি করা হয়েছে লিফলেটও। উল্লেখ্য, বুধবার বিকেল থেকে শুরু হয়েছে এই অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা। চলবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা রাজ্য জুড়েই অ্যাম্বুলেন্স চালকদের একাংশের বিরুদ্ধে অভিযোগের অভাব নেই। কখনও কখনও গুরুতর অমানবিক অভিযোগও উঠে এসেছে। সেই জায়গা থেকে মানুষের মনে অ্যাম্বুলেন্স চালকদের সম্পর্কে সেই ধারণা দূর করতেই এই উদ্যোগ। আপাতত এই পরিষেবা দেওয়ার জন্য যে ব্যয় হবে তা সংগঠনের সদস্যরাই বহন করবেন। এদিন তাঁরা জানিয়েছেন, তৃণমূল প্রভাবিত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এই সংগঠনের কোন সদস্যের বিরুদ্ধে এই ধরণের কোন অভিযোগ ওঠে নি। মলয়বাবু এদিন সাফ জানিয়েছেন, যদি তাঁদের কোন সদস্যের বিরুদ্ধে এই ধরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে তাঁরা কঠোরতম সিদ্ধান্ত নেবেন, প্রয়োজনে তাঁর অ্যাম্বুলেন্স চালানোই তাঁরা বন্ধ করে দেবেন।

Like Us On Facebook