দুর্গাপুর স্টিল টাউনশিপের এসএন ব্যানার্জী রোডের গৃহবধূ রিয়া রুজের রহস্য মৃত্যু কান্ডে গ্রেফতার স্বামী রাজু রুজ, শ্বাশুড়ি, ননদ ও জাকে রবিবার দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে বিচারক ধৃতদের মধ্যে রিয়া রুজের শ্বাশুড়িকে ১৪ দিনের জেল হেফাজত এবং স্বামী রাজু রুজ সহ বাকিদের সকলকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ রবিবার সকালে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিতে।
উল্লেখ্য, শনিবার দুর্গাপুরের স্টিল টাউনশিপ এসএন ব্যানার্জী রোডের ৩৫৪ নং কোয়ার্টারে গৃহবধু রিয়া রুজের অস্বাভাবিক মৃত্যুর পর শ্বশুর বাড়িতে ভাঙচুর চালায় মৃতার আত্মীয় পরিজনরা। মৃতার বাড়ির অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী, ননদ, জা ও শ্বাশুড়িকে পুলিশ আটক করেছ। দুর্গাপুরের রঘুনাথপুরের বাসিন্দা রিয়ার (২১) সঙ্গে স্টিল টাউনশিপ এসএন ব্যানার্জী রোডের বাসিন্দা রাজু রুজের বিয়ে হয় বছর তিনেক আগে। রাজু রুজ একটি কাপড়ের দোকানে কাজ করে। রিয়ার শ্বশুর বাড়িতে শ্বাশুরি ছাড়াও এক ননদ ও জা থাকেন। রিয়ার মা মমতাদেবীর অভিযোগ, রিয়ার বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে রিয়ার উপর অত্যাচার চালাত শ্বশুর বাড়ির লোকজন। প্রায়ই দামি জিনিসপত্র আনতে রিয়াকে চাপ দিত বলে অভিযোগ রিয়ার মা মমতাদেবীর।