দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে(ডিডিএলজে) স্টাইলে দৌড়ে দূরপাল্লার ট্রেনে ওঠার দিন শেষ হতে চলেছে। কারণ যাত্রী সুরক্ষায় রেল স্টেশনে বিমানবন্দরের মত ‘চেক ইন’ সিস্টেম চালু করছে ভারতীয় রেল। এই ব্যবস্থার অঙ্গ হিসেবে ট্রেন ছাড়ার ১৫-২০ মিনিট আগেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম সিল করে দেওয়া হবে।
দেশের ২০২টি স্টেশনে বিমানবন্দরের মতো ‘ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম’ (আইএসএস) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল। এর মধ্যে রয়েছে বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনও। চলতি বছরেই এই নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে জানা গেছে। সেই লক্ষে কাজ চলছে জোর কদমে। আইএসএস ব্যবস্থায় পুরো স্টেশনে সিসিটিভি ক্যামেরার নজারদারির পাশাপাশি থাকবে বম্ব ডিটেকসন অ্যান্ড ডিসপোজাল ব্যবস্থার প্রয়োগ, আন্ডার ভেহিক্যাল স্ক্যানার, ব্যাগেজ স্ক্যানার, ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর, হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর, ফেস রেকগনিশন ব্যবস্থার মত অত্যাধুনিক গ্যাজেটের ব্যবহার। এর ফলে যাত্রীদের নিরাপত্তা জোরদার হবে। আইএসএস ব্যবস্থার বেশিরভাগটাই স্বয়ংক্রিয় হলেও সিকিউরিটি চেকিংয়ে বেশ কিছুটা সময় লাগবে। তাই এই ব্যবস্থা চালু হলে যাত্রীদের ট্রেন ধরার জন্য বেশ কিছুটা আগে স্টেশনে আসার পরামর্শ দেওয়া হবে রেলের পক্ষ থেকে।
যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশন আগেই সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এবার এই স্টেশনগুলিতে ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম গড়ে তুলতে জোর তৎপরতা চলছে। এই সিস্টেমের ফলে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই দুর্গাপুর সহ বর্ধমান ও আসানসোল রেল স্টেশনে বসানো হবে রেল লাইনে ইউভিএসএস বা আন্ডার ভেহিক্যাল স্ক্যান সিস্টেম। যার মাধ্যমে স্টেশনে রেল লাইনের উপর দিয়ে চলমান ট্রেনের স্ক্যান করা সম্ভব হবে। দেখা যাবে ট্রেনের নীচে কোন বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু রয়েছে কিনা। এই নিরাপত্তা ব্যবস্থায় স্টেশনের গেট দিয়ে ঢোকার সময়ে বিমানবন্দরের মতো যাত্রীদের সিকিউরিটি চেকিং করা হবে। থাকবে ডোর ফ্রেম ও হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর, পারসোনাল ও ব্যাগেজ স্ক্যানার। ফেস রেকগনিশন ব্যবস্থার দ্বারা স্টেশনে নজরদারি চালানো হবে। যাতে যেকোন অপরাধী স্টেশন চত্বরে এলেই আরপিএফের কাছে সঙ্কেত চলে যেতে পারে। আগামী ছয় মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আসানসোল রেলওয়ে ডিভিশনের নিরাপত্তা আধিকারিক চন্দ্রমোহন মিশ্র।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?