শুক্রবার বীরভূমের ময়ুরেশ্বর থানার ধর্মরাজতলা পাড়ায় হরিনাম সংকীর্তনের আসরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে তিরবিদ্ধ বিজেপি সমর্থক সন্তোষ সেনের ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করা হল বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে। শনিবার রাতেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ২০ জনের চিকিৎসকের একটি দল এই সফল অস্ত্রোপচার করলেন।

উল্লেখ্য, গুরুতর জখম এবং পিঠে তিরবিদ্ধ অবস্থায় বিজেপি সমর্থক সন্তোষ সেনকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় শনিবারই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে কলকাতার পিজিতে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সিদ্ধান্ত বদল করে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালেই সন্তোষবাবুর অপারেশন করার সিদ্ধান্ত নেন। শনিবার রীতিমত ঝুঁকির সঙ্গেই হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের টিম সন্তোষবাবুর পিঠ থেকে অস্ত্রোপচার করে তিরের ফলা বের করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সন্তোষ সেনকে অবজারভেশনে রাখা হয়েছে।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা জানিয়েছেন, তিরটি সন্তোষবাবুর পিঠের দিক দিয়ে ঢুকে হৃদপিণ্ড এবং পাকস্থলীর কাছে চলে আসে। যা রীতিমত বিপদজনক অবস্থায় ছিল। যে কোনে মুহূর্তেই রোগীর খারাপ অবস্থা হয়ে যেতে পারত। কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি, জেনারেল সার্জারি, অ্যানাস্থেটিক সব মিলিয়ে প্রায় ২০ জনের একটি টিম এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করেন। তিনি জানান, ডা. উত্তম মুখার্জ্জী, ডা. আরএস বিশ্বাস, ডা. অসীম দাস, ডা.সৌমেন মণ্ডল প্রমুখ চিকিৎসকদের সহায়তায় এই সফল অস্ত্রোপচার সম্ভব হয়েছে। বর্ধমান হাসপাতালে এই ধরণের জটিল অস্ত্রোপচার এই প্রথম।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?



Like Us On Facebook