গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে দগ্ধ একটি পরিবারের চারজন সহ সিলিন্ডার সরবরাহকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গলসির কৈতাড়া গ্রামে। আহতদের উদ্ধার করে স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কৈতাড়া গ্রামে সুশান্ত দাসের বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করার খবর পেয়ে সুশান্তবাবুর বাড়িতে যান সিলিন্ডার সরবরাহকারী সুভাষ মাধুর। তিনি যখন সিলিন্ডার পরীক্ষা করছিলেন সেইসময় হঠাৎই সিলিন্ডারটিতে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা রান্নাঘরে। সুভাষবাবু গুরুতর জখম হন এবং সুশান্তবাবুর পরিবারের চারজন আগুনে দগ্ধ হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে আদড়াহাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের সকলকেই বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়।

Like Us On Facebook