কাঁকসার বিএলআরও সিদ্ধার্থ মজুমদার সহ বিএলআরও দপ্তরের বেশ কয়েক জন আধিকারিককে বুধবার সাতকাহনিয়া গ্রামে বালি পাচারকারিরা মারধর করার ঘটনায় শনিবার কাঁকসা থানার পুলিশ আরও পাঁচ বালি পাচারকারিকে গ্রেপ্তার করে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করল।
এর আগে সাত জনকে পুলিশ গ্রেফতার করে। এখনও পর্যন্ত বিএলআরও মারধোর কান্ডের জেরে পুলিশ দুই দিনে মোট ১২ জনকে গ্রেফতার করল। গত বুধবার বালি পাচার রুখতে গিয়ে কাঁকসার বিএলআরও সিদ্ধার্থ মজুমদার সহ বিএলআরও দপ্তরের বেশ কয়েক জন আধিকারিককে বালি পাচারকারিরা বেধড়ক মারধর করে।
Like Us On Facebook