দুর্গাপুরের মামড়ায় পুকুরে মাছ চুরি করতে গিয়ে শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ধৃত বাপি সরকারকে এনটিএস থানার পুলিশ শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে বিচারপতি ধৃতকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আদালতে হাজির হওয়ার সময় অভিযুক্ত বাপি সরকার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, পুকুরে লাগান বৈদ্যুতিক আলোর তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে স্থানীয় যুবকরা। এরা প্রায়ই পুকুরে মাছ চুরি করে বলে দাবি ধৃত বাপি সরকারের। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে পুকুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয় চার যুবক তড়িতাহত হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলেই এক যুবক মারা যায়। তিন যুবক গুরুতর আহত হয়। এই ঘটনায় এলাকায রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ গ্রেফতার করে ওই পুকুরে মাছ চাষ করা বাপি সরকারকে।