কাঁকসার জাঠগড়িয়ায় পাইনেক্স পেপার মিলের বর্জ্য ও আবর্জনার স্তুপে আগুন লেগে বিষাক্ত ধোঁয়ায় পাশাপাশি গ্রামের প্রায় পঞ্চাশ জন গ্রামবাসী গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মঙ্গলবার রাতে। তাঁদের মধ্যে ৩৩ জনের অবস্থা আশঙ্কাজনক। অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা পেপার মিলে ভাঙচুর চালায়।

স্থানীয় কাঁকসা থানায় পাইনেক্স পেপার মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কাঁকসা থানার পুলিশ ও দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা ঘটনাস্থলে পৌঁছান। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা এসে আগুন নেভালে বিষাক্ত গ্যাসের প্রকোপ কমতে থাকে। পেপার মিলের ম‍্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে পাইনেক্স পেপার মিলের বর্জ ও আবর্জনা স্তুপে আগুন লেগে ক্রমাগত বিষাক্ত ধোঁয়া বের হতে থাকে। এই ধোঁয়া ছড়িয়ে পড়লে সন্ধ্যায় পাশাপাশি গ্রামের মানুষজন একে একে অসুস্থ হতে থাকেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।



Like Us On Facebook