দুর্গাপুরে মধ্যরাতে কাঠের আসবারপত্র তৈরির দুটি দোকান সহ তিনটি দোকানে ভয়াবহ আগুন লেগে সব ভস্মীভূত হয় গেল। জানা গেছে, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দুর্গাপুর স্টেশন সংলগ্ন সিনেমা হল রোডের ব্যবসায়ীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।
সোমবার মাঝরাতে দুর্গাপুর নগর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিনেমা হল রোডে অবস্থিত দুটি কাঠের আসবাবপত্র তৈরির দোকান সহ একটি তুলোর দোকানে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের খবর নেই বলে জানান কোক ওভেন থানার পুলিশ। তবে আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী নীলমণি ঢালী। দমকলের পদস্থ আধিকারিক শান্তি রায় বলেন, আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে দমকলের ইঞ্জিন দেরিতে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।