শুক্রবার দুপুরে হঠাৎ করে দুর্গাপুরের অ্যালয় স্টিল কারখানার মেইনটেন্যান্স বিভাগে আগুন লাগলে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার রাত পর্যন্ত সেই আগুন জ্বলতে থাকে। পরে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, এএসপি কারখানায় মেইনটেন্যান্স বিভাগের সামগ্রী এই আগুনের জেরে পুড়ে ছাই হয়ে যায়। ২০১৮ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় সরকার এএসপি কারখানার বিলগ্নিকরণের কথা ঘোষণা করে। বিলগ্নিকরণ নয়, কারখানায় নতুন বিনিয়োগ করে ফের এএসপি কারখানার পুনরুজ্জীবনের দাবিতে শ্রমিক সংগঠনগুলি একবছর ধরে আন্দোলন করছে। এরইমধ্যে শুক্রবার এএসপি কারখানায় মেইনটেন্যান্স বিভাগে আগুন লাগায় শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook