কাঁকসায় শিবপুর-জয়দেব অস্থায়ী ব্রিজ অজয়ের জলের তোড়ে ভেসে যাওয়ায় অজয়ের দুই পাড়ের পশ্চিম বর্ধমান আর বীরভূম জেলার বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। এখনও শুরু হয় নি অজয়ে ফেরি সার্ভিস। ফেরি সার্ভিস শুরু না হওয়ায় চরম সমস্যায় পড়েছেন দিন মজুর থেকে চাষি, অটো–টোটো চালক সহ স্থানীয় ব্যবসায়ীরা।
মোটর বাইক নিয়ে বীরভূমের ইলামবাজার থেকে রঞ্জন শ্যাম বোনের বাড়িতে এসেছিলেন। রঞ্জনের কথায়, ফেরি সার্ভিস শুরু না হওয়ায় ঘুরপথে প্রায় ৪৫ মিনিট সময় বেশি লাগছে। শিবপুরে যে সমস্ত অটো চালক এবং টোটো চালক যারা সারাদিনে ভাড়া খেটে কিছু পয়সা রোজগার করতেন তাঁরা যাত্রীর আশায় অপেক্ষা করছেন শিবপুর ঘটে। অটো চালক শম্ভু রুইদাস বলেন, ‘ফেরি সার্ভিস শুরু না হওয়ায় চরম সমস্যায় পড়েছি, কোন যাত্রী মিলছে না। তাই ভাড়াও মিলছে না পারাপার বন্ধ থাকায়।’ খেতমজুর পশুপতি প্রামানিক বলেন, ‘চাষের সময় পারাপার বন্ধ, ফলে বীরভূমে গিয়ে কাজ করতে পারছি না। সংসার চালাতে কষ্ট হচ্ছে। ফেরি সার্ভিস শুরু হলে সবার উপকার হবে। ফেরি সার্ভিস শুরু না হওয়ায় প্রায় ৩৬ কিলোমিটার রাস্তা বেশি যেতে হচ্ছে।’ এদিকে ফেরি সার্ভিস শুরু করার মতো জল এই মুহুর্তে অজয়ে নেই। বিদবিহার পঞ্চায়েত সদস্য স্বপন সুত্রধর বলেন, ‘ফেরি সার্ভিস শুরু না হওয়ায় চরম সমস্যায় পড়েছেন সবাই, তবে দ্রুত ফেরি সার্ভিস শুরু হবে।’