প্রশাসনের নজর এড়িয়ে পানাগড়ের দার্জিলিং মোড় এলাকায় বেআইনিভাবে জলাশয় ভরাট করার অভিযোগ উঠল। গত কয়েকদিন ধরে পানাগড়ের দার্জিলিং মোড় এলাকায় রাস্তার ধারে একটি জলাশয় ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ। স্থানীয়রা দেখতে পেয়ে কাঁকসার বিডিওকে জানান। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

কাঁকসার বাসিন্দা তথা পরিবেশ প্রেমী প্রকাশ দাস জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁরা একটি জলাশয় ভরাট করার খবর পেয়েছেন সেইমতো কাঁকসার বিডিওকে তিনি ব্যক্তিগতভাবে মৌখিক অভিযোগ করেন। তিনি আরও জানিয়েছেন, এর আগেও কাঁকসার বিভিন্ন জায়গায় জলাশয় ভরাট আটকাতে পানাগড়ের বাসিন্দারা একটি গণ আবেদন জমা দিয়েছিলেন কাঁকসার বিডিওর কাছে। যারা জলাশয় ভরাট করছে তাঁদের বিরুদ্ধে প্রশাসন কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে না সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি আরও জানান, আগামী দিনে পানাগড়ের মানুষকে সঙ্গে নিয়ে জলাশয় ভরাটের বিরুদ্ধে আন্দোলনে নামবেন। এবং প্রশাসনের অনুমতি নিয়ে যে সমস্ত এলাকায় জলাশয় ভরাট হচ্ছিল বা হয়েছে সেই সমস্ত জলাশয়ের সামনে তাঁরা জলাশয় ভরাট বন্ধ করার জন্য বোর্ড লাগাবেন।

Like Us On Facebook