মেমারি পুরসভার উদ্যোগে মেমারির কৃষ্টি হলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ২৩৭ জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে দু’জনকে মরণোত্তর সম্মান সহ পাঁচজনকে পঞ্চরত্ন পুরষ্কার দেওয়া হয়। তার মধ্যে আছেন জেলার কন্যাশ্রী ও সুন্দরবন অঞ্চলের মানুষের জন্য বন্যপ্রাণীদের হাত থেকে বাঁচতে বিশেষ ধরনের চশমা, জুতো এবং ডাষ্ট বিহীন ড্রিল মেশিনের আবিষ্কার করা দিগন্তিকা বোস। রাজ্য সহ দেশে আলোড়ন ফেলেছে নবম শ্রেণির এই ছাত্রী। এছাড়াও মেমারির তিনটি পুজো কমিটিকে সেরা শারদ সম্মান তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেমারির বিধায়িকা নার্গিস বেগম, পূর্ব বর্ধমান সদর মহকুমা শাসক দক্ষিণ অনির্বান কোলে, মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশিষ চক্রবর্তী, মেমারি থানার ওসি দীপঙ্কর সরকার, পুরপ্রধান স্বপন বিষয়ী সহ কাউন্সিলরবৃন্দ। উল্লেখ্য, মঞ্চে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় মাধ্যমিকে রাজ্যে দশম স্থানাধিকারী মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইন্সটিটিউশনের ছাত্র অর্ধেন্দু মৌলী ঘোষকে।
Like Us On Facebook