স্কুল-কলেজের ফি মকুবের আন্দোলন দুর্গাপুরে তীব্র আকার ধারণ করছে। লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ স্কুল-কলেজ, ছাত্রছাত্রীদের স্কুল, কলেজের ফি কমানোর দাবিতে দুর্গাপুরের বিভিন্ন স্কুল ও কলেজের সামনে অভিভাবক এবং কলেজে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও রাজনৈতিক রঙ সরিয়ে আন্দোলনে সামিল হচ্ছেন।

বিভিন্ন স্কুলের অভিভাবকরা এবং কলেজ পড়ুয়াদের অভিযোগ, লকডাউনে আমরা চরম দুর্ভোগে পড়েছি অথচ স্কুল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ ফি কমানোর কোন কথায় কান দিচ্ছেন না। তাছাড়া অভিভাবকদের সঙ্গে বা কলেজের প্রিন্সিপালরাও পড়ুয়াদের সঙ্গে দেখা করছেন না। মঙ্গলবার দুর্গাপুরের স্টিল কারমেল স্কুলের সামনে অভিভাবকরা ও উইমেন্স কলেজের সামনে পড়ুয়ারা ফের ফি কমানোর দাবিতে বিক্ষোভ দেখান। এবং স্কুল কর্তৃপক্ষ দেখা করার সৌজন্য না দেখানোর অভিযোগ তুলে অভিভাবকরা কারমেল স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন এবং দুর্গাপুরের উইমেন্স কলেজেরা পড়ুয়ারা কলেজের প্রিন্সিপ্যালের সঙ্গে দেখা করার অনুমতি না মেলার অভিযোগ তুলে উইমেন্স কলেজের গেটে তালা ঝুলিয়ে দেন। পরে অবশ্য তালা খুলে দেওয়া হয়।

স্টিল কারমেল স্কুল

স্টিল কারমেল স্কুল

Like Us On Facebook