.

সরকারী সহায়ক মুল‍্যে ধান কেনাতে অস্বচ্ছতার অভিযোগ তুলে সোচ্চার হলেন কাঁকসার কৃষকরা। বৃহস্পতিবার কাঁকসা কিষাণ মান্ডিতে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তাঁরা। কৃষকদের অভিযোগ, ধান বিক্রি করার জন‍্য সরকারীভাবে যে দিন ধার্য করা হচ্ছে তা ধান তোলার প্রায় দু-থেকে তিন মাস পরে। এতদিন ধরে ধান ঘরে মজুত করা সম্ভব নয়। বেশীরভাগ চাষীই ঋণ নিয়ে চাষ করেন। এছাড়াও বোরো ধান চাষের প্রস্তুতি নিতে হবে। সে ক্ষেত্রে দু’মাস বা তিন মাস পরে দিন দিলে কৃষকদের সমস‍্যা। এছাড়া যে পরিমাণ ধান নেওয়ার কথা বলা হচ্ছে সেখানেও অস্বচ্ছতা রয়েছে। জমির পরিমাণ অনুসারে ধান না নিয়ে সকলের ক্ষেত্রেই একই পরিমাণ ধার্য করে দেওয়া হয়েছে। যাদের কম জমি তারা যত বস্তা বিক্রির সুযোগ পাচ্ছেন যাদের বেশী জমি তাঁরাও তত বস্তাই বিক্রির সুযোগ পাচ্ছেন। যারা নিজেদের জমির ধান পাচ্ছেন না তাঁরা কোটা পূরণ করার জন‍্য বাইরে থেকে ধান কম দামে কিনে এনে সহায়ক মূল‍্যে সেই ধান বিক্রি করার সুযোগ নিচ্ছেন। অর্থাৎ পরোক্ষভাবে সেই ফোরেদেরই জায়গা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে ব্লক উন্নয়ণ আধিকারিক সুদীপ্ত ভট্টাচার্য চাষীদের সাথে আলোচনা করে দ্রুত যাতে সমস‍্যার সমাধান করা যায় তার পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।

Like Us On Facebook