.
ব্যানার-পোস্টের দিয়ে জোরদার আন্দোলনে নামার প্রস্তুতি নিলেন কাঁকসা ত্রিলোকচন্দ্রপুরের কৃষকরা। দিন দশেক আগে কাঁকসার ৪ মাইল সংলগ্ন এলাকায় একটি জলাশয় ভরাটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাতের অন্ধকারে জলাশয় ভরাট হচ্ছে দেখে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। বিষয়টি কাঁকসা বিডিও এবং কাঁকসার বিএলআরওকে জানানো হয়। ঘটনার পর ১০ দিন কেটে গেছে, এখনও পর্যন্ত কোনরকম সমাধান না হওয়ায় এবার ব্যানার-পোস্টার দিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কাঁকসা ত্রিলোকচন্দ্রপুরের কৃষকরা।
Like Us On Facebook