সরকারি প্রকল্পের অধীনে বিকল্প চাষে চাষীদের উৎসাহিত করতে কাঁকসার ব্লক উন্নয়ন আধিকারিক এবার গোলাপের চারা হাতে তুলে দিতে তৎপর হলেন। কাঁকসার গোপালপুরের উত্তর পাড়ার বাসিন্দা সমীর হালদার জমিতে বিকল্প চাষ করার ইচ্ছা প্রকাশ করায় স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক অরবিন্দ বিশ্বাস তাঁকে লাভজনক গোলাপ চাষের পরামর্শ দেন। সরকারি প্রকল্পের অধীনে বিডিও একবিঘা জমিতে বেড়া দেওয়ার ব্যবস্থা করে ওই জমিকে গোলাপ চাষের উপযোগী করে দিয়ে চারা গাছ রোপণ করেন।
কাঁকসার ব্লক উন্নয়ন আধিকারিক অরবিন্দ বিশ্বাস বলেন, জমিতে বিকল্প চাষ হিসেবে গোলাপ চাষ খুব লাভজনক। সারা বছর ধরে এর চাহিদা থাকে বাজারে। চাষীরা জমিতে বিকল্প চাষ হিসেবে গোলাপের চাষ করলে প্রশাসনিক সমস্ত সাহায্য পাবেন। সমীরবাবু নিজের জমিতে বিকল্প চাষ হিসেবে গোলাপ চাষ করতে পেরে খুশির কথা জানান। বিডিও অরবিন্দ বিশ্বাস বলেন, এনআরজিএস প্রকল্পের অধীনে এই প্রজেক্টের জন্য দেড় লাখ টাকা দেওয়া হয়েছে। আগামী দিনে ধান চাষের পাশাপাশি অন্যান্য বিভিন্ন বিকল্প চাষে উৎসাহিত করা হবে চাষীদের। চাষী ভাইদের আর্থিক অবস্থার উন্নতি করাই হল আমাদের একমাত্র লক্ষ্য।