আমন ধান ওঠার মুখ জলের অভাবে জমি শুকিয়ে যেতে বসায় দুশ্চিন্তায় চাষিরা। একদিকে কম বৃষ্টিপাত অন্যদিকে বিদ্যুৎবিল না মেটানোয় বিদ্যুৎ দফতর বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে এলাকর সাবমার্সিবল পাম্পগুলি সঙ্গে ক্যানেলেও জল নেই। শনিবার সেচের জলের দাবিতে আউশগ্রামের শিবদা মোড়ে প্রায় তিন ঘন্টা বর্ধমান-বোলপুর ২বি জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় চাষিরা।
এদিন সকাল সাড়ে আটটা থেকে শিবদা মোড়ে আশেপাশের কয়েকটি গ্রামের কৃষকরা পথ অবরোধ করেন। সেচের জলের দাবি ছাড়াও শিবদা সমবায়কে জলের জন্য টাকা দিয়েও সাবমার্সিবল পাম্পের জল না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন চাষিরা। পরে আউশগ্রাম ১ বিডিও এবং বিদ্যুৎ দফতরের আশ্বাস পেয়ে প্রায় তিন ঘন্টা পর অবরোধ তুলে নেন চাষিরা।
Like Us On Facebook