ফের জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের। মৃতের নাম রোহিত সাউ(২৮)। বাড়ি বর্ধমানের কেষ্টপুরে। শনিবার দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ঝিঙ্গুটি মোড়ের কাছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিত ও তাঁর বন্ধু সাবির কুরেশি রাস্তার ধারে ধাবায় খেয়ে যখন মোটর বাইক নিয়ে রাস্তায় উঠছিল তখনই একটি তেল ট্যাঙ্কার তাঁদের বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই রোহিতের মৃত্যু হয়। জখম হয় সাবির। তাঁকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করেছে। তবে চালক ও খালাসি পলাতক। জানা গেছে, দুই বাইক আরোহীর মাথায় কোন হেলমেট ছিল না। তাঁরা হোটেলে খাওয়া-দাওয়া করে দ্রুত গতিতে বাইক নিয়ে জাতীয় সড়কের উপর উঠে পড়লে দুর্গাপুরের দিক থেকে আসা একটি ট্যাঙ্কার তাঁদের ধাক্কা মারলে রোহিত ট্যাঙ্কারের পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়।
Like Us On Facebook