ডিএসপির আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের মাঠে ফুটবল খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন রাজেন চৌধুরী। মাঠে অ‍্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা ব‍্যবস্থাপনা না থাকায় মাঠে রাজেনের প্রয়োজনীয় আপদকালীন চিকিৎসা হয়নি বলে অভিযোগ সহকর্মীদের। রাজেনকে দুর্গাপুর ইস্পাত কারখানা মেন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাজেনকে মৃত ঘোষণা করেন।

এরপরে রাজেনের সহকর্মীরা ডিএসপি কর্তৃপক্ষের একগুচ্ছ গাফিলতির অভিযোগ তুলে রাজেনের পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির দাবিতে শুক্রবার রাত পর্যন্ত ডিএসপি প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান। কিন্তু শুক্রবার কোন চাকরি বা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি মেলে নি বলে খবর। তাই শনিবার রাতে মৃত রাজেনের পরিবার সহ সহকর্মীরা ডিএসপির মুখ‍্য আধিকারিক অরুণ কুমার রথের বাংলোর সামনে মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভে সামিল হন। অপরদিকে ডিএসপির সিইও’র বাংলোর নিরাপত্তার স্বার্থে প্রচুর পুলিশ ও সিআইএসএফ মোতায়েন করা হয় শনিবার রাতে। খবর সংগ্রহ করা পর্যন্ত বিক্ষোভ চলছে বলে জানা গেছে।

এদিকে রাজেনের সহকর্মীরা বলেন, ‘ডিএসপি কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত না রাজেনের পরিবারকে আর্থিক সাহায্য এবং একটি চাকরি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজেনের মৃতদেহ দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতাল থেকে আমরা গ্রহণ করব না।’


Like Us On Facebook