লাউদোহার আরতি গ্রামের চাষীরা বুধবার অধিগৃহীত জমির জন্য ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অন্ডাল বিমনানগরী কর্তপক্ষের লোকজনদের হাইটেনশন লাইনের খুঁটি মেরামতিতে বাধা দেন। জানা গেছে, ২০১৪ সালে যখন বিমান নগরীর জন্য হাইটেনশন লাইনের খুঁটি পোঁতার কাজ হয়েছিল, সেই সময় অন্ডালের তামলা ও লাউদোহার আরতি মৌজার জমির ওপর খুঁটি পুঁতে বিদ্যুতের লাইন টানা হয়। সেই সময় যে সমস্ত চাষীর জমির উপর খুঁটি পোঁতা হয়েছিল, বিমান নগরী কর্তৃপক্ষ সেই সব চাষীদের জমির ক্ষতিপূরণ হিসাবে টাকা দেবার কথা বলেছিলেন বলে চাষীরা জানান। এখন পর্যন্ত কিছু চাষী ক্ষতিপূরণের সামান্য টাকা পেলেও অধিকাংশ চাষী তাঁদের টাকা পাননি বলে অভিযোগ করেন আরতি গ্রামের শেখ আখতার মন্ডল সহ অন্যান্য চাষীরা।
এছাড়াও বিমান নগরীতে জমি দেওয়া শেখ মফিজুল জানান তাঁদের জমি নেবার সময় তাঁদের ক্ষতিপূরণ হিসাবে টাকা দেওয়ার কথা বলে কাজ হাসিল করে তাঁদের আর টাকা দেওয়া হয়নি। গত কয়েকদিন আগে তামলা মৌজায় হাইটেনশন লাইনের খুঁটি ভেঙে পড়ায় সেটা ঠিক করতে লোকজন এলে গ্রামবাসীরা তাঁদের ক্ষতিপূরণের টাকা না পেলে কাজ করতে দেবেন না বলে বিক্ষোভে সামিল হন। গ্রামবাসীদের দাবী বিমান নগরী কর্তৃপক্ষ তাঁদের কথা মত চাষীদের ক্ষতিপূরণ না দিলে তাঁরা বিদ্যুতের খুঁটি মেরামতের কাজ করতে দেবেন না। গ্রামবাসীদের এই বিক্ষোভের ফলে আপাতত খুঁটি মেরামতের কাজ বন্ধ হয়ে যায়।