ডিভিসি সেচ ক্যানেলে জল দেওয়ার কথা ঘোষণা করার পরও জল না দেওয়ায় বর্ধমান ১নং ব্লকের ভোতারপাড় এলাকার কয়েকশো চাষী মঙ্গলবার সকাল থেকে বর্ধমান-কাটোয়া রোড অবরোধ করলেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকার চাষী সেখ সুরথ আলি, আবু কাসেম মণ্ডলরা জানিয়েছেন, ডিভিসির সেচ ক্যানেলের ওপর নির্ভরশীল চাষীদের জল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণার পর তাঁরা চাষ শুরু করে দিয়েছেন। কিন্তু গত প্রায় ১২-১৩ দিন ধরে জল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ফসল শুকিয়ে মরে যাচ্ছে। চাষীরা জানিয়েছেন, একদিকে প্রয়োজন অনুযায়ী সার মিলছে না। চড়া দামে সার কিনতে হচ্ছে তাঁদের। তার ওপর প্রতিশ্রুতি দিয়েও ক্যানেলে জল না দেওয়ায় তাঁরা ভয়াবহ সংকটের মুখে পড়েছেন। এদিন সকাল থেকে বর্ধমান-কাটোয়া রোড অবরোধ করে চাষীরা দাবি জানান, সেচ দফতরের আধিকারিকরা এসে তাঁদের সঙ্গে আলোচনা না করলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। এদিকে, সকাল থেকে দীর্ঘক্ষণ ব্যস্ততম এই রাস্তা অবরোধ করায় চুড়ান্ত যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়।

Like Us On Facebook