মেমারির তাঁতি বাকসা গ্রামে কীটনাশক খেয়ে এক চাষির মৃত্যু হল। মৃতের নাম সেখ সিরাজ আলি (৩২)। মৃতের দাদা সাইফুদ্দিন সেখ জানিয়েছেন, সিরাজ আলি নিজের দেড় বিঘা জমি সহ ভাগে আরও কয়েক বিঘা জমি নিয়ে গতবছর মোট ৫ বিঘা জমিতে আলু চাষ করেন। এর পাশাপাশি ভাগে কয়েকবিঘা জমিতে আমন চাষও করেন। এজন্য তাঁর বাজারে ঋণও হয়। ঋণ ও চাষের খরচ জোগাতে প্রায় ২০০ বস্তা আলু তিনি অভাবী বিক্রিও করেন। পাশাপাশি এবছর আলু চাষের খরচ জোগাতে ৪০ বস্তা আলু তিনি হিমঘরে রাখেন।

তিনি আরও জানান, এবছর তিনি মোট ৩ বিঘে জমিতে আলু চাষ করেন। কিন্তু গতবছর আমন চাষে ক্ষতি এবং আলুর প্রত্যাশিত দাম না পাওয়ার সঙ্গে এবছর আলু চাষ করতে আরও তিনি ঋণ নেন। সাকুল্যে যার পরিমাণ প্রায় ৪০ হাজার টাকা। কিন্তু এবছর আলুর দাম পড়ে যাওয়ায় এবং হিমঘর থেকে আলু বার করার খরচ গড়ে বস্তা পিছু ১০০ টাকা হওয়ায় তিনি চরম হতাশার মধ্যে পড়েন। বর্তমানে খোলা বাজারে আলু ৬ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এর সঙ্গে ঋণ শোধের জন্য তাগাদাও চলছিল। আর এই হতাশার জেরেই তিনি বুধবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে মেমারি এবং পরে তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। যদিও প্রশাসন পারিবারিক অশান্তির কারণেই মৃত্যু বলে জানিয়েছে।

Like Us On Facebook