ধবনী গ্রামে বিজেপির বিজয় মিছিলে গুলি চালানোর ঘটনার অভিযোগে পুলিশ বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের আটক করছে। এলাকায় টানা পুলিশি অভিযান চলছে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা দায়ের করছে। পুলিশ এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে এখন এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এইসব এক গুচ্ছ অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের শাসকদলের কর্মীরা রবিবার ফরিদপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন।

স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা রবিবার ফরিদপুর থানা ঘেরাও করে দায়িত্বপ্রাপ্ত ওসির অপসারণ দাবি করেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলার খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জী বলেন, ‘কয়েকদিন আগে ধবনী গ্রামে বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের সংঘর্ষ হয়। গুলি চালানোর অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের মিথ্যা অভিযোগকে হাতিয়ার করে ফরিদপুর থানার ওসি লাগাতার অভিযান চালাচ্ছে ধবনী এলাকায়। পুলিশ তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে গ্রেফতার করেছে শনিবার রাতে। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা দায়ের করেছে।’ সুজিত মুখার্জীর অভিযোগ, ফরিদপুর থানার পুলিশ বিজেপি কর্মীদের নির্দেশে কাজ করছেন এলাকায়। স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা তার প্রতিবাদে রবিবার ফরিদপুর থানা ঘেরাও করে ওসির অপসারণ দাবি করে।

এই ঘটনায় পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে কটাক্ষ করে বলেন, ‘এতদিন পুলিশ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নির্দেশে কাজ করতো। কিন্তু এখন পুলিশ নিরপেক্ষ কাজ করতেই তৃণমূল কংগ্রেস নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে। তাই ফরিদপুর থানা ঘেরাও করেছিল শাসকদলের লোকজন।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook