আসানসোলের কুলটির মিঠানিতে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের এসসি-এসটি-ওবিসি সেলের পক্ষ থেকে এক অভিনব রক্তদান শিবিরের আয়োজন করা হল। বিভিন্ন ধর্মের দেবদেবীদের সাজে সজ্জিত হয়ে এই শিবিরে রক্ত দিলেন মানুষজন। মিঠানির সম্প্রীতি হল থেকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই অভিনব উদ্যোগ বলে জানা গেছে।
রবিবার মিঠানির সম্প্রীতি হলে তৃণমূল কংগ্রেসের এসসি-এসটি-ওবিসি সেলের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সকালে এই শিবিরে বিভিন্ন ধর্মের দেবদেবীদের সাজে সজ্জিত হয়ে কিছু মানুষ রক্তদান করতে আসেন। পাশাপাশি তাঁরা এলাকার মানুষদের কাছে গিয়ে তাঁদের রক্তদানে উদ্বুদ্ধ করেন। অনেক মানুষ এদিনের এই অভিনব শিবিরে রক্তদান করেন।
জানা গেছে, মানুষকে রক্তদানে আকৃষ্ট করতে প্রতিবছরই মিঠানিতে অভিনব রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গতবছর পুকুরের মাঝে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এবার রক্তদানের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই অভিনব রক্তদান শিবির। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার ডেপুটি মেয়র তাবাসুম আরা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা।