ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এমপ্লয়ীজ ইউনিয়নের আগামী বছরের জন্য রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন রাহুল বোস। এছাড়াও রাজ্য সভাপতি হিসাবে জয়ন্ত ঘোষ এবং রাজ্য কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন গোপাল হালদার। গত ২৮ ডিসেম্বর থেকে এই সংগঠনের ১৩তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান শহরে।
রবিবার নয়া রাজ্য কমিটির সম্পাদক রাহুল বোস জানিয়েছেন, এই সম্মেলনে এক হাজার প্রতিনিধি রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশ নেন। তিন দিনের সম্মেলনে রাজ্য সরকারী কর্মচারীদের বিভিন্ন দাবীদাওয়া নিয়ে যেমন আলোচিত হয়, তেমনি আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের তথা তৃণমূল কংগ্রেসের পক্ষে লড়াই করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা হয় সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নিয়েও। এদিন এই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন ১৩তম এই ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনের আহ্বায়ক তথা জেলা সাধারণ সম্পাদক তপন কুমার মণ্ডল, ফেডারেশনের আহ্বায়ক তপন গড়াই, রাজ্য কমিটির সদস্য অমরনাথ চক্রবর্তী, দেবব্রত গায়েন, নারায়ণ মণ্ডল, উপদেষ্টা কমিটির সদস্য শ্যামল মুখার্জী প্রমুখ।